রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ী গ্রামে, পশ্চিম পাড়ায় এই মাজার শফির অবস্থিত
রায়পুর ইউনিয়নের রায়পুর নামক বাজার থেকে দুই কিলোমিটার পশ্চিমে ভ্যান যোগে যাওয়া যায় ।
0
ছাছমল সাহেবের মাজার শরিফ এটি একটি পবিত্র জায়গা। ছাছমল সাহেব ছিলেন একজন পীর সাহেব। তিনি মৃত্যুর পুর্বে প্রায় ৫ একর জমি মাদ্রাসা ও মসজিদের নামে লিখে দিয়ে যান। তাঁর নামে একটি মাদ্রাসা ও একটি মসজিদ এবং একটি এতিম খানা আছে। তাঁর কবর-টি পশ্চিম পার্শ্বে মাথা করানো এটাতে কী রহস্য আছে তা কেহ সঠিক বলতে পারে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস